আমি একলা ঘরে একলা মনে
তোর কথা ভাসে গভীরে আবেগে
মনে পরে সব বাঁধন ভেঙে।
একলা আকাশ একলা যখন
একাকীত্বেই আমিও আছি বেশ
ঘড়ির কাটা থেমে আছে
পশ্চিমে সূর্য ডোবার সাথে
রাতের এক ফালি চাঁদ হাসে
জানেনা সে বোঝে না যে
কতটা ভালোবাসি এই হৃদয়ে
স্বপ্ন বুনি আবোল তাবোল
বুঝবি না তুই আমি আছি কেমন
এ জীবনের গল্প গুলি সব ঝাপসা
জড়িয়ে আছে বাতাসের চাদরে
অন্ধকারে জোনাকির দল
উড়িয়ে নিয়ে যায় রং ছবির ঘরে
খোলা জানালায় তাকিয়ে থেকে
একটু দেখার নেশায় দাঁড়িয়ে আমি
আসবি কি একবার হলুদ শাড়িতে ?
সময় শেষ এখন একলা দিনের
শুধু ছবি তুই এখন নিঝুম রাত
বন্ধ চোখের অনুভূতিতে তুই