কত যন্ত্রনা কত উষ্ণতা কত শীতলতা
এ বুকের মাঝে আক্ষেপের অনেক পাহাড়
কত নতুন দেখা কত হারানো সম্পর্ক
পেরিয়ে গেলো অনেক গুলো বছর
আজো বদলে ফেলতে পারি নি নিজেকে
এক ভাবে পথ চলা অনুভূতির অপূর্ণতার গল্পে
ভালোবাসার সন্ত্রাস দেখেছি জীবনের যৌবনে
মিথ্যে নাটক এর চরিত হয়েছি প্রয়োজনে
সুন্দরী রমণীর ঘরকন্না পুড়তে দেখেছি
জলা হীন মরুভূমি তে কাঁটা ঝোপেই আটকে
পারিনি সেই পুড়ে যাওয়া সংসার কে বাঁচাতে
প্রিয় হবার মরিয়া চেষ্টা করেছি সংসারেও
সবই তো আছে তবুও কেন এতো শূন্যতা
ভেবেছি পৃথিবী টাকে হাতের মুঠোয় নেবো
সব স্বপ্ন, অনুভূতি, আজ রয়ে গেলো অধরা
একা কষ্ট পাই আবার একাই পাই আনন্দ
সব গুছিয়ে এনেও এলো মেলো হয়ে যায়
কোনো এক প্রেমিকা এসে ছিলো নিঃস্ব করতে
কেউ বা রয়ে গেছে মন্দবাসায় নিজ নিঃস্ব হয়ে
তবে জীবনের সময় তো আর নেই ফিরতে হবে
আক্ষেপের পাহাড়ের একটা চূড়া রয়ে যাবে
দিনের শেষে যাদের কান্নায় বুকের রক্ত ঝরিয়েছি
পারিনি আমি কিছুই করতে অদৃশ্য যন্ত্রণায়
পারিনি তাদের কান্না মোছাতে মন্দবাসায়