যেখানে এক একটা দিন অনেক মূল্যবান
একটা মানুষের পরিবর্তন ১১ টা বছর
সেদিনের গল্প আজো রয়ে গেছে কমলা শাড়ির ভাঁজে
জন্ম দিন বিবাহ বার্ষিকী ডাক্তারের চেম্বার  
বিউটি পার্লার শপিং মল থিয়েটারের ভিড়ের মাঝে
শুধু ছিলনা প্রতারণা অবিশ্বাসের আঁষ্টে গন্ধ
১১ টা বছর, মানুষ পরিবর্তনের ১১ টা বছর
অদ্ভুত সেই পরিবর্তন আজ বিলাপে ব্যাকুলে ভরা
একাকীত্বের বিলাপ, ভালোবাসার বিলাপ, বাবু দের মাঝে
বাবু রা ও বোঝে, প্রতিটা সকালে বিকেলে তারাও  তো খোঁজে
১১ টা বছর, মানুষ পরিবর্তনের ১১ টা বছর
নারীর শরীরে যারা আকৃষ্ট তারা দায়িত্ব বোঝে না
দায়িত্ব ভরা মানুষ বিলাপ খোঁজে না
রাত বারে লোক জন কমে দাঁড়িয়ে তখনো ওষুধের দোকানে
অপারেশন শেষে ছোট্ট ছেলেটার বিদায় হাতছানি
দায়িত্ব বুঝিয়ে দেয় অনেক কিছু শুধু প্রতারণার গন্ধ খোঁজেনি
একটা মায়ের চোখের জল রাস্তার ধারে দেওয়া প্রতিশ্রুতি
হারিয়ে যাওয়া দিনগুলো আজ বাবু দের ভিড়ে
তুমি অসাধারণ সুন্দর, সুন্দরী মেট্রোর কামরায় উড়ন্ত পাঁপড়ে
অদ্ভুত সেই পরিবর্তন আজ বিলাপে ভরা
একাকীত্বের বিলাপ, ভালোবাসার বিলাপ, বাবু দের মাঝে
বাবু রা ও বোঝে, প্রতিটা সকালে বিকেলে তারাও  তো খোঁজে
১১ টা বছর, মানুষ পরিবর্তনের ১১ টা বছর
এক একটা দিনের আর্তনাদ তাড়িয়ে নিয়ে বেড়াবে
বাবু রা ও থাকবে বিলাপে শুভ দৃষ্টিতে একটু ছোঁয়ায় নদীর ধারে
যে আর্তনাদ পরিবর্তন দেখছিল সে মিথ্যে নয়।
ভালোবাসতে জানা আগলে রাখতে জানা দায়িত্ব বোধ এর মন
না না এখনো সন্ধ্যে হয় নি, দিন এখনো অনেক বাকি
বাবু দের লালসায় মত্ত ভুবন সন্ধ্যে হতে এখনো অনেক বাকি
শুভেচ্ছায় ভরা দিন রাত কাটুক ভালো আছে যত দিন যৌবন  
১১ টা বছর,  একটি দুটি দিন নয় ১১ টা বছর