দৃষ্টির শেষ প্রান্তে জমে থাকা শুভ্র মেঘদল
ধোয়ার মতো কুণ্ডুলি পাকিয়ে মিলিয়ে যাবার পর
নতুন যে সীমান্ত রেখা দেখা যায়
তারও কোটি আলোকবর্ষ দূর থেকে উড়ে আসে সোনালি ফড়িং
ছুঁয়ে দেয় জীবন, হেসে ওঠে আলোর আড়ালে লুকানো যমদূত
উড়তে উড়তে মরতে থাকি, মরতে মরতে হেসে ওঠি
নক্ষত্রের আলো মেখে পৃথিবীর মানচিত্রে হাটতে হাটতে বেড়ে যায় মায়া
মায়া !!! সে তো মৃত্যু পালিশ করা এক ছদ্মবেশী শব্দ
যত বার মায়ায় পড়ি ততবার একটু একটু করে মরতে থাকি
মায়ার আগুনে ছাই ভস্ম এ দেহ চেয়ে দেখো অগ্নি দেবতা —