ভালোবাসা, সে তো কাম আর ছলনা পালিশ করা ছদ্মবেশী শব্দ
চোরা বালির মত অভিশপ্ত
এক জীবন আটকে থাকে যন্ত্রণাক্লিষ্ট ধূসর গহ্বরে
এসব ছেড়ে একাকি নিরিবিলি থাকতে ভীষণ ইচ্ছে করে
যদিও মাকড়সার জালে জড়ানো জীবন
এক রেখার সঙ্গে মেলানো অজস্র শেষ না হওয়া পথ
ঘড়ির কাটায় বাধা স্বপ্নরা, দাঁতে দাঁত চেপে সুখী সজ্জনের ভঙ্গি
এসব ছেড়ে একাকি নিরিবিলি থাকতে ভীষণ ইচ্ছে করে...
জাগতিক যন্ত্রণার অতল গহীনে
দৃশ্যের ভিতর থেকে অদৃশ্য হতে ভীষণ ইচ্ছে করে
আয়নায় প্রতিবিম্ব শুনায় স্ববিরোধী বয়ান
গ্রাস করে নেয় মায়ার ফাঁদ
উর্বর ভূমিতে ঢেলে দেই রক্তবীজ
সুন্দর মৃত্যু দেখে আঁতকে উঠে ঝাপসা রেটিনা...
এসবের অনেক গভীরে হারিয়ে তলিয়ে যেতে ভীষণ ইচ্ছে করে....