"এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত , সেই রক্তাক্ত সময় "
এখনো নক্ষত্রের মত দগদগ করছে ক্ষতাক্ত হৃদপিন্ড
রক্তের কণিকা অনুরিত পলেপলে , মুহূর্তে কেঁপে ওঠে দেহ
আচমকা দুলে ওঠে গ্রহদল পেন্ডুলামের মত
বিস্ফারিত বহ্নিচোখ মেলে ধরি শতাব্দীর ধূসর প্রান্তে
নশ্বর শরীর দুঃস্বপ্নের আঘাতে খসে যায় বধ্যভূমিক কোলে
মাটি মানুষ পল্লবিত শোভিত ক্যানভাস রক্তবর্নে বদলে যায়
বদলে যায় নদীর বাঁক , সোঁদা মাটির গন্ধ
জননীর কোলের ওম , বোনের স্নেহমাখা আর্দ্র চোখ
জন্মদাতার প্রতিদিনের নির্দেশ , বদলে যায় শিক্ষকের শাণিত দৃষ্টি
অতঃপর কালের আবর্তে নির্লজ্জ বেহাপনায় বদলায়
একজন বেজন্মার প্রকৃত জন্মের ইতিহাস
একটি দেশের জন্ম লগ্নের আখ্যান
বদলায় মানুষ এবং মনুষত্ব
তাই অবনত শীরে আবেদন
হে টুঙ্গিপাড়ার জাতির আঁতুর ঘর
আমাদের পবিত্র করুন
হে উত্তাল মার্চের বজ্রধ্বনি
আমাদের প্রদীপ্ত করুন
হে গণসমুদ্রের আকাশ ছোঁয়া তর্জনী
আমাদের নির্মল করুন
হে বঙ্গলিপির শ্রেষ্ঠ কাব্য
আমাদের সমৃদ্ধ করুন
হে তিমিরে আচ্ছাদিত বত্রিশনম্বর
আমাদের মাফকরো হে , হে অন্তরতম ।