তুমি সামনে দাঁড়ালে শরীর থেকে খসে পড়ে ধর্মের খোলস
মুহূর্তে দেবতাদের উপাসনালয় ধসে গজিয়ে ওঠে আশার চারা গাছ
ঈশ্বরের বলয়মুক্ত সদ্য শিশু হয়ে নতজানু হই—
তোমার সম্মুখে, প্রার্থনায় জপি তোমার নাম
আমার নিজস্ব ব্রহ্মাণ্ডের তুমি প্রেমের দৈব অবতার
দেবীর ঔজ্জ্বল্য নিয়ে চোখ রাখো আমার চোখে
ওচোখের গভীরে চেয়ে দেখি ব্যাবিলনের
উদ্যান, হেরা গুহা
বেহেস্তী সরাব
হে আমার প্রেমের দেবী
আরসের ছায়া নিয়ে সন্মুখে আসো
তোমার লোমকূপ থেকে ছুঁইয়ে পড়ে সুগন্ধি আতর
সোনালী দেহের ভাজে ভাজে রহস্যময় সাত আসমান
মায়াময় মুখে বিচ্ছুরিত হয় নূরানী আলো
সে আলোর ঝলকানিতে কেটে যায় আমার জাহেলিয়া
বিদগ্ধ চিত্তের উষ্ণ আহ্বানে খুলে দাও গোপন নদীর দ্বার
তোমার বিভাময় নদে পূণ্যস্নানে হয়ে উঠি পবিত্র পুরোহিত