উত্তাপময় নগ্ন নির্জন রাত
নিশিচারি পথিকের মতো নিঃশব্দে মাংসলভূমে
হেঁটে যায় অবাধ্য হাত
ম্রিয়মান অালোর যেখানে অাধিপত্য
দিন শেষে যেখানে অাদম সেজদায় নত
কামদগ্ধ বান্দার সেখানে মধ্য রাতের ইবাদত
উনুন থেকে উঠে অাসা এক অস্পষ্ট ধোঁয়ার রেখা
যেমন কু্ন্ডলি পাকিয়ে মিলে যায় শূণ্যে
তেমনি পায়ের তালু থেকে অসহ্য শিহরণ শিরদাঁড়া বেয়ে
উঠে অাসে এক অানন্দ যন্ত্রনা
হয় তো বা ব্যথার দহন
মধ্যাঙ্গের মুখ দিয়ে ছিটকে বেড়িয়ে যায় উর্বর ভূমিতে
ঋতুবতী নারী ফলবতী হয়
কথিত অারশের কুল গাছের পাতায় অঙ্কিত হয় অারেকটি নাম
এভাবেই রাতভর সৃষ্টি হয় সর্বশ্রেষ্ঠ মাখলুকাত
অতঃপর নেতিয়ে যায় মানুষ ও মানুষটির হাত
সুবহে সাদেক পেরিয়ে যায়
মন্দির গীর্জা প্যাগোডা মসজিদের সম্মিলিত সুর শোনা যায় —