অফুরান্ত শক্তি আর আশায় ভোরের আলোর মতো চোখ তুলে তাকালাম
পান্ডুর দিগন্ত ফুলে ফলে ভরে উঠলো
তুমি ফলবতী হলে ।
বিস্তীর্ন প্রান্তরের কোন ঘাসের ডগায় অলক্ষে শিশিরের মতন টলটল করছিলে
আমি হাত বারালাম তুমি ঝরে পড়লে ।
সহসা একদিন একবিন্দু জমাট অশ্রু হয়ে ঝরে পড়লে মহাকালের আঙ্গিনায়
অতঃপর খুঁজি তোমায় নিজেরই ভেতর, কোন রূপে ফেরো তুমি ?