তিমিরে আচ্ছাদিত আদিম নগ্ন সভ্যতার অসহ্য সত্য গুলো -
আজ প্রত্তুসে আড়মোড়া দিয়ে ওঠে
মনে পরে গুহাচারি মানুষের ধ্যান
আমরা ফিরে যাই আদি কাব্যের প্রথম পাতায়
যেখানে আমাদের কবি কবিতা ও ঈশ্বরের সৃষ্টি ।
মনুষ্য চেতনার প্রথম বজ্রপাতে
আতঙ্কিত হলো আমাদের সংকীর্ণ চোখ
ঝলসে গেলো পাজর; প্রাণহীন পড়ে রইলাম বিপদ সংঙ্কুল খোলা প্রান্তরে
তখন আমাদের রমনিরা ভয়ার্ত চোখে আশ্রয় নিলো গুহাচারি পুরুষের বুকে
অতঃপর
বজ্রবিদ্যুৎ রূপ নিলো ঈশ্বরে তৈরি হলো কবি এবং কবিতা ।
তখন আমাদের শিড়দার গঠিত হয় নি
চোখে বিভীষিকাময় আতঙ্কের ছাপ
মুখে অস্পষ্ঠ কণ্ঠের বধীর বুলি
দেহ -অসাড়
হাত -নিরস্ত্র
বিবেক - সদ্য জন্মানো নব জাতক অসহায় অবুঝ ।
আমাদের অবচেতন প্রবৃত্তি অন্ধ বিশ্বাসের জন্ম দিলো
যা কিছু জ্যোতিষ্মান যা আমাদের অনুভূতি তে প্রদাহ সৃষ্টি করে
সে সব কিছু মস্তিষ্কের টুটি চেপে ধরলো
আমাদের দিনরাত তাদের ঘিরে আবর্তিত হলো
নগ্ন নৃত্যে অগ্নির কাছে আত্মসমর্পন করলাম
তখন আগ্নি আমাদের ঈশ্বর
উপসানা আমাদের কবিতা
নৃত্যকার আমাদের কবি ।

                       চলবে . . .