মরুভূমিময় কপালের পাশে জেগে আছে ঘুমহীন চোখ
লালচে চোখে খেলা করে সমুদ্রের ঢেউ
দৃষ্টিপটে সাগরের রহস্যময় গভীরতা
সন্নিকটে রাত্রি দেহে জড়িয়ে আছে যন্ত্রনার চাদর
নীরবতা ভেঙে শব্দ এসে নিঃসংকোচে খেলা করে যায়
শুধু উপহাসে পড়ে থাকে বিক্ষত দেহের মানচিত্র
চোখের বিস্তীর্ণ চরে গজিয়ে উঠে বুনোফুল
ফুল নয় চোখের ভ্রম জীবনদায়ী নারী অথবা ঝাপসা মেঘ

কোন অজানায় নিবদ্ধ চোখ পলকহীন তাকিয়ে থাকে
ধূসর শতাব্দী থেকে ধূসরতম লক্ষ-কোটি পুঞ্জীভূত সময়ে
চোখের পাতায় অনুভূত হয় ক্যাকটাস কাঁটা
ঘুম নেই, ঘুম নেই, ঘুমহীন চোখ জেগে থাকে অনন্ত রাত্রির কোটরে।