একবিন্দু শিশিরে যেমন আঁকা থাকে নীলাভ আকাশ
তেমনই এই বৃষ্টিস্নাত অপরাহ্নে তোমার চোখে আমার পৃথিবী দেখেছি
এই মাতাল বর্ষায় স্নিগ্ধ লাবণ্যে কদম ফুলের মতো ফুটে রয়েছো তুমি
বৃষ্টির বাদ্যে মহাকালের উঠোনে নেচে চলেছি আমরা যুগল
আমাদের হাত ছিলো মুক্ত
মন ছিলো অগনিত অঙ্গুরিত বীজের শক্তিতে ভরা
চোখে ছিলো স্বপ্নের চেয়েও অধিক স্বপ্ন
আমাদের অনিঃশেষ প্রাণশক্তি
মুক্তহাতের অকৃত্রিম ভালোবাসা
বৃষ্টির ফোঁটায় ফোঁটায় মাখিয়ে দিয়েছি
এবং বৃষ্টি জলে ধুয়ে গেছে আমাদের অবাধ্য চোখের রঙ
উষ্ণ শীতলতায় আমরা আলিঙ্গন করেছি
বুকে মুখরেখে তুমি আর্তস্বরে বলেছিলে-
'একটি ঝরে পড়া বৃষ্টির ফোঁটা আবার যদি ফিরে আসতো ....'