অলস দুপুর মেলে আছে প্রসারিত
অবারিত প্রান্তরে মিশে আছে দীর্ঘশ্বাস
চৈত্রের চৌচির ভূমির মতো পাঁজরের কোমলতম স্থান
বিদগ্ধ এবড়োখেবড়ো লেলিহান
মনমঞ্চে ভেসে ওঠে তার সাংকেতিক চোখ
অনুচ্চ অস্পষ্ট চিত্রনাট্য হয় মঞ্চায়ন
অনুগত দাসের মতো করি তাঁর তর্জমা
অবতারের মতো চঞ্চলতায়
পরিত্যক্ত এক নির্জন সরু রাস্তা ধরে
মুহূর্তে ঘুরে আসি দৃশ্য-অদৃশ্যমান
সাত আসমান
তবুও অসহ্য এক নিঃসঙ্গতায় আটকে আছি সিন্ধুদ্বীপে
হে সমুদ্র কন্যা শোনাও তোমার উচ্চাঙ্গ সংগীত
তোমার সুর ভৈরবী ভেঙ্গে দিক আমার একাকিত্বের উপাসনা
অমাবস্যার চাদরে ঢাকা এক রাতে
তবুও নক্ষত্রের পেরিস্কোপ চোখ আমায় দেখে
লুকাতে পারি না এ নির্জনতায়
আরও গোপন আরও গভীর আদিম কোন গুহা চাই
যেখানে নগ্ননৃত্যে ইবাদত ভেস্তে যাবে এ বান্দার