মেয়ে তুমি কি মোনালিসার জমজ বোন?
গুগলে কি ভুগোলে, উইকিপিডিয়া
কি তাদাম মিডিয়া ইয়াহু কি টোটাল ভূ কোথাও তোমার হাসির রহস্য খুঁজে পেলাম না।
মেয়ে তুমি কি মেরিলিন মনরো?
বাজারে কি সাজঘরে, আয়নায় কি
গয়নায়, চাঁদের আলো কি অমাবস্যার
কালো কিছুতেই তোমার রুপের রহস্য
ব্যাখা করতে পারলাম না।
মেয়ে তুমি কি যাদু জানো?
চুম্বক নয় তবুও কাছে টানো, ভুলে যাই
তবুও খুঁজে পাই, জুয়েল আইচ সেতো
শিষ্য তোমার, কি মায়া তোমার যাদু টোনার।
মেয়ে তুমি কি নেশা কোনো?
হিরোইন কি মরফিন, মিথানল কি ইথানল, ব্রান্ডি কি নেকোটিন, কোন নেশাই পারেনি বাঁধতে
তোমার মতো চিরদিন।
মেয়ে তুমি কি ভোরের পাখির গান?
সুরে সেকি টান, কখনো ভাবি একি অভিমান, হৃদয় করিয়া অম্লান আমি একাই শ্রোতা তোমার সজাগ করিয়া কান।
মেয়ে তুমি কি চাঁদের আলো?
নয়তো কেন লাগে ভালো, স্নিগ্ধতায় ভরিয়ে দাও দুহাত দিয়ে ধরতে গেলেই অদৃশ্য অস্পর্শ তুমি রিক্ত আমায় ফিরিয়ে দাও।
28/4/15