করিব করিব ভাবিয়া বেড়াই
করিতে পারি না কিছু
আগামীকাল আলবত করিব
ভাবনা ছাড়েনা পিছু।

মনের কতো হাজার ভাবনা
গ্যাসের মতো ঊড়িতে চায়
আমার মতো অকর্মঠের দ্বারা
অলসতায় তা জ্বলিয়া যায়।

আকাশে ঊড়িব পাহাড় ভাঙিব
বিশ্ব আমি করিব জয়
কিন্তু আজ তো অমাবস্যা
আগামীকাল নেই কোন ভয়।

রমিজ সে আর কি করিছে
খমিজ সে  কোন ব্যাপার
আমার খ্যাতি ছড়াবে বিশ্বজুড়ে
দেখবে ওরা এবার।

যাহা করিবার এখনি করিতে হইবে
ইহাও আমি জানি
আজকে সে তো শেষই প্রায়
তাই আগামীকালই মানি।

15/10/2014.
ঢাকা