কোথায় হারিয়ে গেল আমার মেঘমালা?
দুর দেশের লুকোচুরি খেলার সাথীরা
আমার অপলক দৃষ্টির অসীম বিস্ময়!
কোথায় হারিয়ে গেল আমার জোনাক পোকারা?
টিপ টিপ করে জ্বলতে থাকা বাতি
আমার সন্ধ্যা বেলার নির্মল আনন্দ।
কোথায় হারিয়ে গেল ডাহুকের দল?
লম্বা পায়ের লম্বা গলার চঞ্চল পাখিরা
যাদের দেখে নিথর দাড়িয়ে পড়তো আমার শরীর।
কোথায় সেই ঝড়ের দিনের মামা বাড়ি?
জামের রক্তে রাঙা ঠোঁট
কুঁড়িয়ে আনা আমের ঢল।
কোথায় আমার খেসারি আর কলাই ফুল?
গ্রাম্য বধূর ঠোঁট ফাঁটানো হাসি
কুলার শরীরে ঢেউয়ের নাচন।
কোথায় আমার হারিয়ে যাওয়া প্রেমিকারা?
বসন্তের সবুজের মত নির্ভেজাল আবেগ
অর্ধেক ঘুম আর অর্ধেক কল্পনারা।
নেই কোথাও কেউ নেই।
হারিয়ে গেছে স্রোতে আমার সর্বস্ব।
আমার চঞ্চল শৈশব, উর্ধ্বমুখী ভাবনা।
নিজেইতো কবে হারিয়ে গেছি কোন এক রহস্যময় পতিতা গলিতে।
30/10/2016
কোতয়ালী, চট্টগ্রাম।