উড়তে থাকা মেঘেদের কোন নাম হয় না,
নাম হয় না আকাশ থেকে পড়তে থাকা বৃষ্টিদের।
ধুলিকনাদেরও কে কবে নাম দিয়েছে শুনি?

নাম দিয়ে কিইবা আসে যায়। ঝোঁপের ওপর বসে থাকা মাছরাঙ্গা কি জানে আমরা তাকে নাম দিয়েছি?
পৃথিবীর কত শত নাম গ্রাস করে ফেলেছে মৃত্তিকা দানব। সে হিসেব কেউ রাখে নি।

আমি ভালোবেসে প্রেমিকার কোন নাম দেবো না,
চুল পেঁচিয়ে তাকে খোঁপা বলে ঢং করবো না।
নশ্বর পৃথিবীতে মিছে নামে ভান ধরবো না।
এই কবিতারও আমি কোন নাম দেবো না।

4-6-2016