রবির কিরন চক্ষু ভেদিয়া
প্রভাতে মোরে জাগ্রত করিয়া
এই তো দেখা স্বপন খানি
খুঁজিয়া খুঁজিয়া হই মরিয়া।
ভুলিয়া গিয়াছি সেটি ছিল
নীশীথ রাতের কল্পনা,
কীরুপে মোরে বিভোর করিল
মনে খোঁদাইলো এতো আল্পনা।
তাহার চাহনি, তাহার লজ্জা
অলংকার ছাড়াই একি সজ্জা
নয়নে নয়ন লাগিয়া যায়
দৃষ্টি সরানো কি শোভা পায়।
ভাবিয়াছি কতো কিছু
ধরিয়াছিলাম তোমা পিছু
কতো কি না ছিল আমার ভাবনায়
দুষ্ট মিষ্টি ঝগড়া প্রনয় কামনায়।
আঘাত করিতা আমায় যতো
হৃদয়ের মরিচা ঝড়িতো ততো
ক্রমে ক্রমে বাড়িয়া চলিলো
তোমা সম্মোহনে আমা ধরিলো।
হৃদ রক্তক্ষরণে প্রতিটা কনায়
ভালোবাসার আত্মচিৎকার শোনায়
শুনিয়াও তুমি বধির হইয়া
চলিয়া যাও কিছু না কইয়া।
নিথর দেহ খানি পড়িয়া রয়
বিছানার পানে
কোষে আমি হয়তো জীবিত
মরিয়া রইলাম মনে।
স্বপনে যে রুপ দেখাইলো
তাহা পুর্নিমা রাতের চন্দ্রিলা
আজি হতে তোমায় হারাইয়া খুঁজিব
সুখে থেকো অন্দ্রিলা।