আজকে সেই 25 মার্চ
পাকি দিছে হানা
বর্বরদের দিতাম বাঁধা
যদি একটু যেতো জানা।
পুরান ঢাকায় প্রথম হামলা
রাত ঠিক সাড়ে এগারো বাজে
নিরীহ মানুষ তখনও ঘুমে
বিভোর স্বপ্নপুরীর রাজ্যে।
এইতো মাত্র রুহি তুহির ঠোকাঠুকি
আমায় দিলো নালিশ
এখন একি দেখছি আমি
ওদের রক্তে ভেজা বালিশ।
ঠিক এখানে এই এখােনই
যতনে ঘুমিয়ে রাখি
কি দোষ আমার মানিক জোরের
জবাব দে বর্বর পাকি।
সার্চ লাইটে খুঁজে খুঁজে
ঘর করলো সারা
মেয়ে আমার আঁতকে উঠে
মাগো ওরা কারা।
সেদিন থেকে বধির আমি
পুরো দেহ মৃৎকার
যেদিন শেষবার শুনেছিলাম
আমার লক্ষ্মী মেয়ের চিৎকার।
আজো আমি বয়ে বেড়াই
সেদিনের অব্যক্ত যন্ত্রণা
স্বাধীন দেশে এখন আমি
তোমাদের সেই বিরঙ্গনা।
20.3.15