জোনাকীর টিপ টিপ মৃদু আলোয়
আমার মনের ভাঁজে আলোর নাচন ধায়
অথচ হ্যালোজেনের বিশালতা
আমার গা সওয়া হয়ে যায়।

শত শত লাশের রক্তগঙ্গা বয়ে যায়
আমি রক্তিম স্নানে শ্রান্ত হই
অথচ ডানা ঝাঁপটে পড়ে থাকা একটি দোয়েলের জন্য
সে কি বড্ড মায়ার থই থই।

আমার বারান্দায় হাজার ভালোবাসার আকুতি মিছিল
কতো গোলাপের চাষ
অথচ আমি একটি গোলাপ নিয়ে দাড়িয়ে
একটি ভালোবাসার দীর্ঘশ্বাস।

ফুটপাতে কুকুরে মানুষে গলাগলি
তড়িঘড়ি চোখের পাতা ফেলে হেটে যাই
অথচ "মানবতা মুক্তি পাক" খচিত রঞ্জিত বশনে
"বাঁনর বাঁচাও" ক্যাম্পেইনে বুক ফুলিয়ে দাড়াই।

প্রেমিকার পুরোদেহ আমায় উজাড় করে দেয়
চোখ ছানাবড়া হয়ে ভ্যাবাচ্যাকা যাই
নহে যোনী নহে মায়াবী স্তন
আমি চোখের পাতায় আলতো চুমু খাই।

বাজারে বিশাল পণ্যের ভিড়ে
একদানা ডায়াজিপামেই শান্তি খুঁজি
সহস্র একর দখলে রেখেও
মাত্র সাড়ে তিনহাতে চক্ষু বুজি।

আমি আলেয়ার পিছে ছুটি হন হন
হতাশায় করি বসবাস
আমি বেঁচে থেকে কেবলি করি
উত্তরসূরীর সর্বনাশ।

পৃথিবী সমান অভিনয় মেখে
তার বিন্দু সত্যে বেঁচে আছি
কোন ক্ষুদ্র সত্তা থেকেই আমার জন্ম
নয়তো অবিশালতাকে কেন ভালোবাসি।


4-3-2016