যার মন পঁচে গেছে কোন গাঁজন
প্রক্রিয়া ছাড়াই,
যার আশা ভেঙে গেছে কোন অদৃশ্য
আঘাত দ্বারাই।
তার মনে আর ভালোবাসা? সে কতো?
শতকরা এক দুই কিংবা আড়াই?
যার হাসি নিভে গেছে কোন এক
সূর্যাস্তের দ্বারাই,
যার বাঁশির সুর থেমে গেছে কোন
কারণ ছাড়াই।
তার বেঁচে থাকার উচ্ছ্বাস? সে কতো?
শতকরা এক দুই কিংবা আড়াই?
যার রজনী কাটে নির্ঘুম, বেঁচে আছে
কোন ইচ্ছে ছাড়াই,
যার পদে পদে আপদ, নিজেই খুন হয়েছে নিজের কারো দ্বারাই।
তার আর মৃত্যুর ভয়? সে কতো?
শতকরা এক দুই কিংবা আড়াই?
জীবন যাকে ঘৃনাই করেছে, শূন্যতা যার নিত্যসঙ্গী কোন কারণ ছাড়াই,
ভালোবাসা যার ফুরিয়ে গেছে স্ফুলিংগের মতো তার আবার জীবন প্রদীপ জ্বালাই।
সে কি জ্বলবে? কতো?
দিন এক দুই কিংবা আড়াই?
3 জুলাই 2015