আমার ব্রেইনে ক্রমাগত আঘাত করতে থাকে দানব।
চোখেরে সামনে চকচকে ছুড়িখানা রক্তে রঞ্জিত হয়ে ওঠে
তারপর একটি দুটি তিনটি ক্রমাগত নিথর দেহ
আমার ব্রেইনে জমা হয়ে থাকে বিধ্বস্ত প্রতিবিম্ব
এককোনে রক্তের মিছিল।

আমার বিবেক ক্রমাগত মৃত্যুবরন করে।
ফুঁটপাতে ময়লার চাঁদরে হ্যাঁ ওরা মানুষইতো শুয়ে থাকে
আবর্জনার স্তুপ থেকে এঁটো খঁজে খায় ওরা তো মানুষেরই বাচ্চা
ভাবতেই ভাবতেই ক্রমাগত লাথি মারে ওরা।
এভাবেই প্রতিনিয়ত মৃত্যু হয় বিবেকের।

চোখের সামনে ধর্ষিতার আর্তচিৎকার শুনে
আমি ঈশ্বরকে বলি, হে ঈশ্বর আমার টিমপেনিক পর্দা আরো স্থুল করে দাও।
স্বামীভক্ত স্ত্রীকে বেদম প্রহারে যখন পুরো পৃথিবী কালো হয়ে আমার মাথায় ভেঙে পড়ে
আমি ঈশ্বরকে বলি, ঈশ্বর আমায় বরং কালা করে দাও।
আমার ইন্দ্রিয় প্রতিনিয়ত যুদ্ধ করে বাঁচে প্রকৃতির সাথে
আমার হাত আমার পা অবশ হয়ে যায় ক্ষনে ক্ষনে
আঘাতে আঘাতে জর্জরিত আমার জীবন ।
মৃত্যুর মিছিলে আমি একা বেঁচে আছি
এটাই আমার প্রতিবাদ।

১১-১২-১৫