আমি হারিয়ে গিয়েছিলাম কবে, জানি না ঠিক,
আলো-ছায়ার খেলায়, কল্পনার পথে দিক।
স্বপ্নের রঙে ভেসেছি বহুদূর,
নিজেকে খুঁজতে গিয়ে হয়েছি সুর।
সময়টা থমকে ছিল, মনও বিভ্রান্ত,
চেনা পথগুলো লাগত অচেনা কান্ত।
আয়নায় মুখ দেখেও দেখতাম না মুখ,
কোথায় যেন হারিয়েছিল আমার সুখ।
তবু মনের গহীনে বাজল এক গান,
যেন ডাক দিচ্ছিল চেনা অভিমান।
সে গানে বলল, "ফিরে চল নিজ ঠিকানায়,
নিজেকেই খুঁজবি নিজেরই অন্তরায়"
আমি আবার ফিরছি, আপন সুরে,
নতুন ভোরের আশায় রঙিন পুরে।
হারিয়ে যাওয়া নয়, এবার জাগরণ,
নিজেকে খুঁজে পাবো, তবেই হবে জীবন!
আমি ফিরব, নতুন রঙে রাঙাব মন,
ভুলে যাবো সব হারানোর কারণ।
নিজেকে গড়ব, আবার নতুন পথে
আমি আবার আমার আমিতে ফিরবো বলে।