**বদলে যাওয়ার কারণ**

যদি দেখো বদলে গেছি,  
জানবে তুমিই সেই কারণ।  
তোমার স্মৃতির প্রতিধ্বনি,  
আমার হৃদয়ে গেঁথে রাখা বাঁধন।  

তোমার কথা, তোমার হাসি,  
আমার বদলানোর রূপকার।  
বদলেছে নাকি আমি,  
যা কিছু ছিল তুমিই তার চরিত্র।  

জানবে তুমি, যদি একবার ফিরে,  
তুমি যে স্রোত, আমায় বইয়ে নিয়ে।  
তোমার অভাব, তবুও রয়ে গেছে,  
মনে রেখেছি আমি, বদলে যাওয়া দিনের সুর।  

তুমিই তো ছিলে, সকল দিনের সঙ্গী,  
যত বদলেছে দিন, তুমিই ছিলে অঙ্গী।  
যদি দেখো বদলে গেছি,  
জানবে, তুমি বদলের সূচনা।

তোমার জন্যই বদলেছে পথ,  
তোমারই জন্য সৃষ্টির অভ্যস্ত।  
বদলে যাওয়া সত্তা নিয়ে,  
তুমিই যে বদলের একমাত্র প্রেরণা।