প্রানের মায়ার থেকে প্রেম নাকি হয় বড়ো ।
প্রেমে যদি পড়তে হয় খোদার প্রেমে পড়ো ,
কেটে যাবে সব ঘোর,
আধারে ঢাকা প্রহর;
সেই প্রেমের সুধায় তোমার  জীবন গড়ো ।
তোমার জীবন গড়ো
তোমার জীবন গড়ো ।

যে প্রেমের পরিণতি শেষ হয় জান্নাতে,
সেই প্রেমে রও ডুবে ওহে প্রিয় দিবা রাতে ।
প্রেমের চিঠি লিখো আরশের ঠিকানাতে,
অপেক্ষায় সেও আছে প্রেমের পেয়ালা হাতে ।
প্রেমের পেয়ালা হাতে,
প্রেমের পেয়াল হাতে ।

অনুভবে পাবে তারে ডাকো যদি দিয়ে মন,
অফুরন্ত সুখে ভরাবে সে সারাক্ষণ ।

তার প্রেমে গীত গাও
তার কাছে ফিরে যাও  
তার প্রেমের নূর তোমার হৃদয়ে জ্বালো ।
প্রেমে যদি পড়তে হয় খোদার প্রেমে পড়ো ,
তার প্রেমের সুধায় তোমার জীবন গড়ো ।।