রুদ্ধ হয়ে যায় কন্ঠনালী ব‍্যথায় বিদ্ধ হৃদয়,
স্বাধীন দেশেতে রহিবার তরে-
যখনই স্বাধীনতা হরিত হয়  ।
বিদ্রোহী স্বরে ন‍‍্যায়ের তরে উদিত হয় যে মস্তক;
ন‍‍্যায়!
মিলে নাকো কভু - বৃথা চেষ্টা শুধু
গড়িয়ে পড়ে ভাগাড়ে,
গুম হয় সেই উদিত মস্তক সেই ন‍‍্যায়ের পথিক ।

যেথায় অবরুদ্ধ কারাগারে নিষ্পাপ জনতারা,
ক্ষমতার বলে বুক ফুলিয়ে বেড়ায়
অপরাধী ঐ নেতার কর্মী-দুষ্কৃতকারীরা ।
আইনের শাসন বিলুপ্ত প্রায়,
বিচারকও থাকে চুপ অর্থ নচেৎ পেয়ে ক্ষমতার ভয়;
আর কেনই বা পাবেনা!
নাহলে তাহার জীবন প্রদিপ নিভিবে অকালে হায় ।

যেথায় দুর্নীতির কবলে পড়িয়া,
উন্নয়ন গেছে পড়ে মুখ থুবড়িয়া;
তারা অসহায় জনতার শোনেনা হাহাকার,
খায় গরিব দুঃখিদের হক করে লুট অনাচার ।

তবে স্বাধীনতাটা পেলাম কোথায় ?

ওহে নিপীড়িত জনতা!
তোমাদের সকলেরই তরে,
মিনতি জানাই দু হাত জোড়ে
নাহি কিছু তোমাদেরই অনাজ্ঞত;'
সহিবে বলো আর কতো-স্বৈরাচারি শোষক দল দিবা রাত্র,
করিছে শোষণ তোমাদিগকে জ্বালাইতেছে তারা সর্বস্তরে আগুন জনতার অঙ্গে করিছে অনাকাঙ্খিত ক্ষত ।।

স্বাচ্ছন্দ্যের ছাপ নাইকো যেথায়
অবরোধ করা হয় কঠোর হাতে,
তবে!
কেমনে বলিবে স্বাধীন মোরা
স্বাধীনতার উল্লাসে কী করে মাতিবে !

=====================@@
তারিখ : ৩০/৮/২০২২
পাথরখালী, উ.বেদকাশি, কয়রা, খুলনা ।