হে মনুষ্য কুল রহিয়াছ সদা ডুবে,
অর্থের লালসায় বিমূর্ত সাধনায়
ঈষৎ বিত্তেও অধিকার সঁপে যায়
হীন কর্মে সর্বোপরি মত্ত থেকে ভবে ।
অর্থ অনার্থের মূল সর্ব লোকে কহে
সতত বৈভব নেশা প্রতিটা অন্তরে
নিমজ্জিত পরক্ষতি ঈর্ষা সরবরে,
অর্থ গুনে সর্ব সুখী হয় কেবা কবে ।
জন্মিলে মনুষ্য নহে বিজ্ঞ জন মতে
অনুসম অর্জনে প্রশান্তি যে বা মনে
সদা সুখী সে, এ কথ্য নহে পরীক্ষণে;
অন্তর্নিহিত মনুষ্যতা মহা কীর্তিতে ।
ভূরি ভূরি বিত্ত মাঝ, নাহি সুখ থাকে
পর আত্মা তৃপ্ত কর, হৃদে সুখ পাবে ।
স্বরবৃত্ত : (ক,খ,খ,ক)(গ,ঘ,ঘ,গ)
(চ,ছ,ছ,চ) (ঙ,ঙ)