শোনো ওহে ভাই !
ধনপিপাসু সবজনে এই দুনিয়ায়,
অর্থ বিহীন এই দুনিয়ায় সবকিছু পর হয় ।

অর্থের তরে মাথা নত করে জ্ঞানী গুনী সব জন,  
অর্থের নিমিত্তে অশিক্ষিত পায় বড় আসরে সম্মান ।
অর্থ হেতু কেউ হয় শান্ত আবার স্বৈরাচারি,
অর্থের তরে সপিছে যৌবন দেখ চেয়ে কত নারী ।


অর্থই বানায় জাত ও পাত দরিদ্র কিংবা বিত্ত,
অর্থ লালসায় মন্দের মাঝেও রহে বহু লোক মত্ত ।
অন্যায় কে ন্যায় করিবার অর্থই প্রধান অস্ত্র,
অর্থে যায় বদলিয়ে সংবিধান নিয়ম নীতি আর শাস্ত্র ।

অর্থ জোরে পায় ক্ষমতা কত শত পাতি নেতা,
অর্থ বিহীন আরোগ্যনিকেতনে মেলে না সাধুসেবা ।
জগত মাঝে রাজ চলে তার অর্থ যার ভুরি ভুরি,
থাকিলে অর্থ পাইবে মর্ত্য সকল বাহাদুরি  ।