আধারী সন্ধ্যা গেছে হারিয়ে জীবন থেকে
নিঃসঙ্গ ও একাকিত্বের উদ্বেগমুক্ত হয়েছি সত্যি,
তবে কেন জানিনা
বিষাদেরা ভর করে যায় মনে সন্ধ্যা কেমন বুঝিনা!
জীবন থেকে সন্ধ্যাকে নিয়েছে কেড়ে
গুচ্ছ গুচ্ছ রং বাহারি আলোক দিপ্তি ।
উচ্চধ্বনির অদৃশ্য বেতাঘাতে
নির্জনতা মরে রুদ্ধ শ্বাসে,
নিখোঁজ প্রকৃতির স্নিগ্ধ ছোয়া
কংক্রিটের তৈরি ভূত্বক ও গগনচুম্বি ভবন মাঝে ।
সচ্ছ বায়ুর বেজায় অভাব কৃত্রিমতায় ভরা সবি,
এটাই শহর দেখা মেলা ভার
প্রথম প্রহরের উদিত রক্তিম রবি ।