মনে আছে কি তোমার?
গোধূলি লগ্নের তোমার বলা সেই কথা !
যেদিন নির্জনে বসে শিখিয়েছিলে প্রেমের মহত্ব,
অবিশ্বাস্য হলেও সত্যি !
অভূত জ্ঞান সুমুদ্রে নিমজ্জিত করেছিলে আমাকে,
আমি শুধু নির্বাক বিস্ময় দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখছিলাম তোমাকে ।
শুনছিলাম তোমার কন্ঠের নিঃসৃত প্রেমের মাহাত্ব্য গাঁথা বিমূর্ত সেই বানী ।
মনে আছে কি তোমার ?
নাকি তোমার নিজের বলা জ্ঞান বাক্য গুলো বেমালুম ভুলে গেছ ।
আমার তো অক্ষরে অক্ষরে মনে আছে সেদিনের প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি বাক্য,
সেদিনের স্মৃতি গুলো হয়তো আমি কখনো
ভুলবোনা ।
গেথে গেছে সেদিনের স্মৃতি তোমার বলা প্রত্যেকটি কথা আমার হৃদয় মাঠ জুড়ে ।
সারাজীবনের সঙ্গী হবে আমার !
সেদিন তো খুব করে বলেছিলে,
জীবনে আসা সমস্ত সংশয়, দুঃখ, কষ্ট
ভাগ করে নিবে,
যাবেনা আমায় ছেড়ে ।
আমাকেও অঙ্গীকার করিয়েছিলে সেদিন ।
মনে কি আছে দুজনের করা সেই
অঙ্গীকারের কথা ?
নাকি শ্রাবণের অঝোরে ঝরা বৃষ্টি ফোটার মতো সেই অঙ্গীকার কেও ঝরিয়ে ফেলেছ জীবন থেকে নতুনে ভরেছো জীবন খাতা ?
নাকি ধরে নিব তোমার বলা
প্রত্যেকটি কথাই ছিল মিথ্যে বানোয়াট
আমার মন ভোলানোর জন্য ।
আমি তো সেই দিন থেকেই উপড়ে ফেলেছি
মনের গহীনে জন্মানো ভালোবাসার বটবৃক্ষ,
যেদিন শুনেছি আমাকে ছেড়ে অন্যের
প্রেমে হয়েছো তুমি মত্ত ।
ঝেড়ে ফেলেছি হৃদয় থেকে তোমার আমার জমা হাজারো স্মৃতি ।
তবুও গোধূলি বেলা আজো মনে পড়ে সেই কথা যেগুলো তুমি বলেছিলে ।