আমি চাইনি বিপ্লবী হতে !
নেত্রী বিরোধী মিছিলে শামিল হতে ,
চাইনি বিদ্রোহি কন্ঠ স্বরে রাজপথ কাপাতে;
চাইনি কভু শৃঙ্খল বাহিনী সহিত দ্বন্ধে জড়াতে ।
আমাকে বাধ্য করা হয়েছে ,
জাগ্রত করে দিয়েছে নিজ স্বত্বার বিপ্লবী
লুকায়িত চেতনাকে !
উন্মোচিত করে দিয়েছে পাহাড় সম ক্ষোভের তালাবদ্ধ দ্বার ।
আমি ছিলাম শান্ত, নম্র, ভদ্র,
নীতিবাদীর একনিষ্ঠ সৈনিক !
আমাকে বাধ্য করা হয়েছে
উশৃঙ্খল, উন্মাদ, আইনভঙ্গ কারী হতে ।
আমি কখনো এমন হতাম না !
যদি থাকতো নীতির সঠিক বাস্তবায়ন,
থাকতো বিচারালয়ে ন্যায়ের শাসন ।
চলতো সুষ্ঠু পরিচালনায় দেশ ,
হতো যদি মানবাধিকার হরণকারী দুর্নীতি বাজের ক্ষমতায়নের দিন শেষ ।
আমি এমন হতাম না কখনও !
যদি সমাজে জ্ঞানীজনের আদেশ হতো মান্য,
হতো ঘুষহীন চাকুরী ব্যবস্থা
শিক্ষিতের হতো যদি করা গন্য ।
নির্মুল যদি হতো কখনো
ক্ষমতা আর দাম্ভিকতার রেশ ,
অনাহারে থাকা ঐ পথ শিশুর কান্না
কভু যদি হতো শেষ ।
অনাদরে কভু খালি না হতো মায়ের বুক
না ঝরিত নিষ্পাপ যতো প্রান ,
গন্ড মূর্খ নেতা বিহীন যদি হতো সংসদ নির্বাচন ।
বিদ্বোষিতার রোশানলে যদি না পুড়তো সমাজ,
নম্র, ভদ্র, শৃংখল থাকতাম সদা
বিদ্রোহী হতাম না আমি আজ ।