তোমার তরে এ প্রান সপেছি
কবুল তুমি করে নাও,
তোমার নামে মালা গেথেছি
আমায় তোমার আপন করে নাও ।
ওগো প্রভু সুবহান
তুমি রাহিম তুমি রহমান (২)
ছন্দের তালে তালে তোমার নামের সুরে
লিখে যায় শত গান কত কবি ,
রক্তিম আভাতে তোমার ইশারাতে
আলোকিত করে ধরা প্রভাতী রবি । (২)
তুমি প্রভু সুবহান
তুমি মালিক তুমি রহমান (২)
গভীর বনের মাঝে যায় ফুটে নানা ফুল
তোমার হুকুমেতে সুবাস ছড়ায়,
তোমার মহিমা করিতে প্রকাশ
ঝর্ণা থেকে নদী সাগরে হারায় ।
তুমি প্রভু মহা মহিয়ান
তুমি রাহিম তুমি রহমান । (২)