কোন মহল্লায় খুঁজবো বলো কোথায় পাবো তাকে !
আছে কোথায় মুখ লুকিয়ে কোন  গহব্বরের ফাকে ।
যায় কেটে যায় প্রভাতি প্রহর গোধূলি পেরিয়ে রাত,
খুঁজে খুঁজে তারে হই আমি সারা তবু সে দিলনা সাথ ।
বলছি ডেকে বরং বার হেকে একটু দেখা দাও,          
একবার দর্শনে ধণ‍্য করে ফের তুমি চলে যাও ।

ও পথিক ভাই,যাচ্ছ কোথায়? একটু শোনোনা ভাই !
বলি!
মানবতা কি গিয়াছে মরিয়া কোনো খোঁজ তার নাই।
শুনিয়া পথিক রাগান্বিত স্বরে কহিলো মোরে পাগল ,
কোথা থেকে আসে এরা কে জানে সব মাথার গন্ডগোল ।
আমি তো অবাক ! না জানি কী সব করিয়াছি তার সাথে ,
যদি মন্দ কিছু নাহি করি তবে ! কেউ কী পাগল বলিয়া হাকে ।
সব দোস ত্রুটি কাঁধে লইয়া ফের চলিলাম তার খোঁজে ,
কে জানি কোথায় লুকিয়ে রহিয়াছে, "মানবতা" কোন সিন্দুকের মাঝে ?

.......... চলমান.....