আমি চেয়েছিলেম স্ব সার্বভৌমত্ব
স্বগৌরবে ডানা মেলে প্রজাপ্রতির ন্যায় উড়তে;
সহিংসতা থেকে দুরে
পরমানন্দে সংশয়হীন অভয়াপ্রান্তে ঘুরতে ।
চেয়েছিলেম নিবিড় নির্জনতা ;
নিশ্চিন্তে মধু গুঞ্জনে পাখির মতো গাইতে,
উটকো বারুদী গন্ধের থেকে দুরে
যেথায় মৃত্যু ডরে হয়না কোথাও লুকাতে ।
সব চাওয়া আজ কোনঠাসা
অভয়াপ্রান্ত দখলে নিয়াছে নৃশংস হায়নার দল ;
বারুদের গন্ধ সিক্ত হাওয়া
বিকট মরনাস্ত্রের শব্দে
গুঞ্জন ছেড়ে শুনসান নিরবতা
হারিয়ে ফেলেছি ডানা ঝাপটানোর বল ।
রাজারবাগান, সাতক্ষীরা ।
০৬/১১/২০২৩