রক্ত সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা মোরা পাইনি,
স্বাধীন হয়েও শিকলে আবদ্ধ এজীবন আমি চাইনি ।

চেয়েছি যেই স্বাধীনতা জানিনা সে কত দুরে ,
খুনের কালি ফুরিয়ে গেল তবু সে এলো না ঘরে ।

স্বাধীনতা মানে বাধাহীন ভাবে চলতে পারার নাম
স্বাধীনতা মানে লাখ শহীদের রক্ত ঝরার দাম ।

স্বাধীনতা মানে নির্ভীক ভাবে ন‍‍্যায়ের কথা বলা,
স্বাধীনতা মানে সর্বস্তরে অসত‍্যকে মারো তালা ।

স্বাধীনতা মানে দেশপ্রেমিকের নির্যাতনী নয়,
স্বাধীনতা মানে স্বাধীন হয়ে গর্জে ওঠার জয় ।

স্বাধীনতা মানে মন্ত্রীশালায় স্বাধীন ভাষা নয়,
স্বাধীনতা হলো ন‍‍্যায়ের শাসন দুষ্টের পরাজয়  ।

           ( অসমাপ্ত )