খুব নিকটেই ছুটছে সদয়
জীবন সন্ধিক্ষণ,
নিথর হবে সাধের দেহ
জমাট বাধবে খুন ।
আলো উল্লাসের হবে সমাপ্তি
নিস্তব্ধতার মাঝে ,
নিরব ছায়ায় সব আলোহীন
জীবনের শেষ সাঁঝে ।
মৃদু বাতাসে জীবন প্রদীপ
হুট করে নিভে যাবে ,
কন্ঠ স্বরের সকল ধ্বনি
নির্জিব পড়ে রবে ।
উৎসুখে কারো ভরবে রিদয়
জীবন সন্ধিক্ষণে,
মিছে আর্তনাদে হবে জর্জরিত কেউ
আবেগঘন ক্রন্দনে ।