তুমি ঝান্ডা হাতে
ময়দানে যেতে পারো
তুমি বীরের মত অস্ত্র হাতে
জালিম দলতে পারো ।

তুমি লাঞ্চিত ঐ মানবের মুখে
ফুটাতে পারো হাসি ।
পারো ওমরের মতো নির্ভীক হতে
সত‍্যের বিশ্বাসী ।

সব কিছু তুমি পার তবুও কিছুই করো না ।
জিহাদ কে তুমি অন্তরেতে ধারন করো না ।

কেমন তোমার ঈমান
তুমি কেমন মুসলমান
নির্যাতিত মুমিনের তরে
না কাঁদে যদি প্রান ।

যতই তুমি সিজদা করো
কাঁদো দুহাত তুলে,
মুনাফিক তুমি নও তো মুমিন
জিহাদ যে গেছো  ভুলে ।

জিহাদ হলো অন্তরেতে
হুসাইনি চেতনা,
জিহাদ হলো দ্বীনের ঝান্ডা
মোটেও জঙ্গি না ।

যদি রনভূমিতে জিহাদের তরে
মরতে তুমি পারো,
শহীদের দলে সামিল হবে
খোদার প্রিয় আরও ।

তবেই তোমার মানব জনম
হবে পূর্ণ‍্যময়
দৃঢ় ঈমানের অধিকারী তুমি
হয়ে যাবে নিশ্চয় ।

তুমি ঝান্ডা হাতে ময়দানে যেতে পারো.............