আমি থাকিবো আজীবন-ভাবিয়াছো ওহে রাজন
নত করি মোর শীর,
নিয়েছো ভাবিয়া সর্বকালে-তব করা অবিচারে
থাকিবো চুপ চাপ স্থির ।
গড়িয়াছো লৌহ কারাগার-সৃজিছো শোষণের পাহাড়
পেয়ে ক্ষমতার মহা বল,
নিজেকে ভাবো সহিংস- হবেনা কখনো ধংস
রহিবে এ ক্ষমতা বহমান অবিচল ।
বৃথা তব ভাবনা - সহিংসতা আজীবন রবেনা
নিঃশেষ সবই হইবে একদিন,
সৃষ্টির গড়া এ নিয়ম - পারিবেনা করিতে খন্ডন
সবুর করো আসিতেছে সেদিন ।
আমার মতো অজস্র স্বত্বা
কাপাবে রাজপথ হয়ে শৃঙ্খল একতা
দ্রোহের অনলে জ্বালাইবে মশাল,
সেদিন বিদ্রোহী সব আমজনতার
ডরে কাপিবে শ্রবণে হুংকার
হইবে সেক্ষণে কেমন তব হাল ।
আমি অপরাজেয়, অবিনশ্বর, আমি চির দুর্দম,
আমি ঝঙ্কা, আমি শঙ্কা, আমি অপ্রতিরোধ্য চলি অবিরাম ।
আমি শোষণ যেমন সহ্য করি,
বিদ্রোহীতায় ও তেমন জ্বলিতে পারি ।
ভেবোনা ওহে শাসকগোষ্ঠী আমি নির্বাক শক্তিহীন ,
আমি জাগিবো যখন, সব দলিব তখন কড়ায় গন্ডায় লইবো হিসাব করিয়াছ যত ঋণ ।
হও সাবধান
সব বাছাধন
গোছাও চাদর থালা বাটি,
ক্ষিপ্ত যদি হয় আমজনতা
মরনে পাইবে না তুমি মাটি ।