আরো এক প্রহর কেটে গেল নির্ঘুমে
বিষাক্তে ভরা মরন ছোবলের ডরে ;
প্রবাহমান রক্ত কনাও গেছে জমে !
বিদ্ধস্ত বারুদী গন্ধ মাখা এ শহরে ।
দৃষ্টি সীমায় দেখিনা মনুষ্যের ঠাই,
ওৎপেতে নিসংস হায়নার দল
খেলছে উড়িয়ে দ্বগ্ধ মানবের ছাই ;
তাই মাথা উচিয়ে দাড়াতেও নিষ্ফল ।
সইবো কতো এ নিপীড়ন নির্যাতন ?
আর কতোটি গন কবরের বদলে !
মিলবে দেখা সেই মুক্তির সন্ধিক্ষন,
সবে ফিরবে গৃহে ; নির্ভয়ে দলে দলে ।
প্রশান্তির হাওয়া বইবে সারা ভবে,
যেদিন যুদ্ধ মহড়া সব স্তব্দ হবে।
** ৩০-১১-২০২৩
**রাজার বাগান, সাতক্ষীরা