ন্যায্য দাবি চাইতে গেলে
ফোসকা পড়ে নেত্রীর গায়,
হায়নার দল দেয় ছাড়িয়া
যাদের ঠিক নেই জন্ম পরিচয় ।
নাম ধারী ছাত্রের মহাদল
পুষছে নেত্রী দুধ কলায় ,
বিরুদ্ধে তার একটু গেলেই
দেয় লেলিয়ে সেই বালাই ।
বাপের চাকরি পাচ্ছে ছেলে
পাচ্ছে আরো তার নাতি ,
উচ্চ শিক্ষিত হয়েও বেকার
আমরাই নাকি স্বাধীন জাতি ।
বললে পরে ন্যায্য কথা
চাও যদি ন্যায্য অধিকার,
প্রতিদানে পদবী পাবে
তুমি একটা রাজাকার ।
শহীদ তোমার রক্ত কভু
বৃথা যেতে পারে না,
ধংস হবে সব স্বৈরাচারী
উড়বে বিজয়ের নিশানা ।
গভীর ভাবে শোক প্রকাশ করছি আমার প্রিয় শহীদি ভাইদের প্রতি ।। এবং আহত সকলের সুস্থতা কামনা করছি ।