রহমতে ভরিয়েছো নিয়ামতে সাজিয়েছো
দিয়েছো তুমি প্রভু শত অনুদান ,
দৃষ্টি যেদিকে যায় মহিমা দর্শনে
ভরে যায় আমার এ প্রান ।
প্রভু তুমি যে মহা মহিয়ান
প্রভু ইয়া রাহিম ইয়া রহমান ।
ফোটে ফুল বাগানে হুকুমে তোমার
দিবা নিশি সুরভী ছড়ায়,
মিষ্টি মধুর তালে তোমার নামের সুরে
বনে বনে পাখি গান গায় ।
শোকর গুজারের পাইনা ভাষা আমি
না চাইতেও তুমি দিয়েছো আমার এ প্রান । ঐ
ক্ষুধা নিবারনে দিয়েছো তুমি
অন্নের মহা সম্ভার,
তৃষ্ণায় জুগিয়েছো পানির খোরাক
শীতল করিতে অন্তর ।
এত সব করুণায় কী করে ভুলি তোমায়
বারে বার হয় স্মরণ তুমি প্রভু কত সুমহান । ঐ
*** হামদ ***