মন চায় তারে-দেখি বারে বারে
তবুও তার দেখা নাতো পাই,
মিথ্যার বহড়ে-সত্য ধুকে মরে
অন্যায়ের কোন সীমা নাই ।
তাকাই যেদিকে-দেখি সেদিকে
জালিমের বেড়াজাল,
দুর্বল কাঁদে-সবল আল্লাদে
জ্বালায় সহিংস অনল ।
অন্যায় দেখে যার-ক্ষোভে পোড়ে অন্তর
অহিংস নীতির কথা যে বলে,
খুঁজি তারে রোজ-পাইনা তো খোঁজ
যে সৎ নিষ্ঠার পথে চলে ।