অগণিত ভুল গোনাহের ভার
অবসাদ নেই তবু সুধরে যাবার,
চলি তবু প্রতিদিন
তোমারই পথ ছেড়ে,
দাওনা তবুও তুমি
আমাকে দুরে ঠেলে,
কত শত নিয়ামত অফুরান রহমত
তবুও তোমাকে ভুলে যাই বারে বার ।।
হয় না তো পূণ্য
পাপে পাপে দিন যায়,
ভাবিনা কি হবে
হাসরের সে সময় ,
আমোদ ফুর্তি মাঝে ডুবে রই নিশি দিন,
জানিনা কি করে হবো পুলসিরাতে পার  ।।