সঁপেছি তোমার তরে আমারই সকল
তোমার প্রেমের সূধা পেতে মন হয় ব্যকুল,
তুমি যে কামলি ওয়ালা
তুমি মাদীনা ওয়ালা
তুমি যে পিয়ারা রাসুল ।।
আমার ছন্দ কবিতায় তোমারই নাম
রিদয়ের ডাক এ তোমার চিঠিরও খাম,
তোমার দিদার পেতে
এ আশিক দিবারাতে,
হয় দিওয়ানা ব্যকুল ।।