এই আছো আজ তুমি
থাকবে কি গতকাল,
জানো কি কবে ফুরাবে
জীবনের আয়ুকাল,
ধুয়ে মুছে সব শেষ
হয়ে যাবে নিঃশেষ
চূর্ণ হয়ে যাবে অহংকার ।
দুদিনের এ জীবন
মিছে সব খেলা ঘর,
গাড়ি বাড়ি যত ধন
দম ফুরালেই সব পর ।
যাবেনা সাথে কোনো
সঙ্গী ক্ষমতা বল
আধার কবরে হবে
সঙ্গী নেক আমল,
যারি যুরি খাটবেনা
চলবেনা কোনো আবদার ।