বছর ঘুরে আবার এলো রমজান
ধরা জুড়ে এলো খুশির পয়গাম,

রহমতের বার্তা নিয়ে
মাগফিরাতের দ্বার উঁচিয়ে,
নাজাতের মুক্তির সুপথ খুলে
হাসবে আবার সারা দো-জাহান  ।।

আরশের দ্বার খুলে আজ
ডাকছে প্রভু ক্ষমার পেয়ালা হাতে,
ও গোলাম চাওগো ক্ষমা
নিভৃতে দিবা রাতে ।
এ যে এক মহিমান্বিত সময়
খোদার দেয়া অমিয় দান  ।।

সেহরির আহ্বানে ত্যাগের সূচনা হয়
ইফতারে স্বর্গীয় প্রশান্তি ভরে যায় ,
সিয়ামের সাধনাতে যে হৃদয় ডুবে রয়;
ইমানী খুশবুতে সুবাসিত সেই প্রাণ ।।