আমি সাহসের মাঝে দুঃসাহসের
জ্বালাই বহ্নি শিখা,
আমি সুপ্ত থেকেই প্রসার করি
গড়ি দুর্গের রেখা ।
আমি অচেতন সব হৃদয় কুটিরে
উন্মাদনার ঝড় তুলি,
আমি লাঞ্চিত জনতার মুখে মুখে
ফোটাই বিপ্লবী বুলি ।
আমি স্বৈরাচারীর লৌহ দুর্গ
নিমিষেই করি চুরমার,
আমি ব্যারিকেড ভেঙে রাজপথ হতে
দূর করি সব অঙ্গার।
আমি বাজিয়ে রণ ঝঙ্কা
শাসকের চিত্তে তুলি শঙ্কা ।
আমি দ্রোহের মশাল আকড়ে ধরার
শিখিয়েছি বহু কৌশল ,
১৪৪ ধারা ভঙ্গ করিতে শিখিয়েছি
দেখাতে জনতার বাহুবল ।
আমিই সব হৃদয়ের বাসনা
আমিই সব শেষ হতেও নব্যের করি সূচনা ।
আমি লাশের স্তুপ ঢের মাড়িয়ে
এগোতে শেখাই সম্মূখে,
আমি প্রিয়সীর প্রেম আলিঙ্গন রেখে
গাথি স্লোগান প্রেমিক মুখে ।
আমি খুনের কালিতে লিখতে শেখাই
নব্য ইতিহাস পাতা,
আমার আমিতেই নির্ভীক বীরের
বীরত্বের বীজ গাথা ।
আমি নইতো লিপ্সা নইতো আধিপত্য
নইতো অমূল্য বৈভব,
আমি গনঅভ্যুত্থান আমি সংগ্রামি মিছিল
আমিই মহা বিপ্লব ।