হাতে হাত রেখে সংগ্রামি ধ্বজা
ধরেছে আকড়ে যারা,
অশনি আঘাতের ডর ভেঙে চুরমার
বিজয় এনেছে যারা,
বীর সেনানি তারা ।

খুনের কালিতে লিখে ওরা ইতিহাস,
আনলো ছিনিয়ে আমজনতার স্বস্তির নিশ্বাস ।
স্বৈরাচারীর বাধার প্রাচীর
দুমড়ে দিয়েছে যারা,

ওরা তো দমেনি খালিদের মতো
দীপ্ত সাহস বুকে,
অত্যাচারির সৈন্য মহড়া
সাহসা দিল যে রুখে ।

বিকৃত করা ইতিহাসটাকে
নতুন করে গড়তে,
রাজপথটাকে লাল করিলো
বুকের তাজা রক্তে ।
ন্যায়ের পথে পা বাড়াতে পিছপা
হয়নি যারা৷।