তুমি বিশ্বাসে নিঃশ্বাসে
আমি তোমাতেই মিশে
থাকবো আজীবন,
বসে প্রশান্ত নদীর তীরে
গান শোনাইবো কারে
শখি তোমায় প্রয়োজন ।