তুমি রক্ত গঙ্গার প্রবাহমান ধারা
কোটি আত্মের প্রতিচ্ছবি,
তুমি অনল দগ্ধ, গুলি বিদ্ধ মনুজের নয়নে
মুক্তির প্রভাতী রবি ।
তুমি আস্থা,স্বস্তি,শক্তি,মুক্তি
তুমি শোষণ গোলামীর বিপক্ষে যুক্তি ।
তুমি আসবে বলে একুশ এলো বায়ান্নতে
বিদ্রোহের বীজে অঙ্কুর জোয়ান অন্তরেতে ।
বীরদর্পে বুলেট সম্মূখে বক্ষ পেতে
শহীদ ভাষার তরে রফিক, শফিক, জব্বার, বরকতে ।
শুধুই তোমাকে পাওয়ার আশায়
রাজপথ হলো রক্তে রঞ্জিত তোমারই প্রতিক্ষায় ।
ছেষট্টি, উনসত্তর, সত্তর পেরিয়ে
ভয়াল একাত্তর এলো বাংলার বন্দরে ।
তুমি আসবে বলে রেসকোর্স হলো উত্তাল
জন সুমুদ্রের জয় বাংলা হুংকারে ,
মহানায়কের বজ্র কন্ঠ বানী
গেল গেথে সব বাঙালির অন্তরে ।
মহা সংগ্রাম সেই থেকে হলো শুরু
গোলা গ্রেনেডাঘাতে সারা বাংলা কাঁপে দুরু দুরু।
নয় মাস ধরে চলা রক্তক্ষয়ী সংগ্রাম শেষে,
লাখ লাশের স্তুপ মাড়িয়ে এলে তুমি দেশে ।
তোমার স্মৃতি স্মরণে স্তব্দ হয় নিঃশ্বাস
কী করুণ তোমার পাওয়ার সে ইতিহাস ।
স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা
তুমি আসবে বলে ,
কতো ত্যাগ প্রতিক্ষা লাখো সম্ভ্রম ও প্রান
তোমাকে পাওয়ার বদলে ।
স্বাধীনতা, স্বাধীনতা শুধু তুমি আসবে বলে ।